পহেলা বৈশাখ তথা ফসলী সনের প্রথম দিন,যা মূলত: মুসলমানদের জন্য নয়

পহেলা বৈশাখ (ফসলী সনের প্রথম দিন) উপলক্ষে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে কিছু নামধারী মুসলমান ও যোগ দেয়। কিন্তু ইসলামের পক্ষ থেকে এবিষয়ে কি ফয়সালা , তা অনেকেই জানে না। তাই কথিত সার্বজনীন উৎসবের নাম দিয়ে সবাই বদ রসম, কুসংস্কৃতি, বেপর্দা বেহায়াপনা, আর অশ্লীলতায় মেতে উঠে। প্রকৃতপক্ষে মুসলমানদের পক্ষে এ ধরনের অনুষ্ঠান যেমন- পহেলা বৈশাখ, থার্টি ফাস্ট, নওরোজ(আরবী নববর্ষ), ইত্যাদি পালন করা হারাম এবং কুফরী; যা ঈমান নষ্ট করে কাফির বা বিধর্মী বানানোর কারন। তবে মুসলমান দের পহেলা বৈশাখ প্রথা পালনে বাধা থাকলেও বোমা মেরে মুসলমান হত্যা কারী মুসলিম দাবি করতে পারে না। কারণ মুসলমান হচ্ছে ঐ ব্যক্তি যার হাত ও জবান হতে অপর মুসলমান নিরাপদ। না জানার কারণে যারা ভুল করছেন তাদের জানানোর জন্য এই আমার প্রয়াস।